নিজস্ব সংবাদদাতা: তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে৷ চলতি গ্রীষ্মের মরশুমে গ্রেট ব্রিটেনে সোমবার ছিল উষ্ণতম দিন ৷ অসহনীয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীকেও কর্তব্যরত অবস্থায় জলপান করাতে হল! লন্ডনের রাজপথে এ দৃশ্য এখন ভাইরাল৷ ব্রিটেনের হেল্থ সিকিওরিটি এজেন্সি এবং আবহাওয়া অফিস এই প্রথম রেড অ্যালার্ট জারি করেছে৷ চূড়ান্ত তাপমাত্রায় প্রাণ বাঁচাতে জারি করা হয়েছে সতর্কতা৷ হেল্থ সিকিয়োরিটি এজেন্সির তরফে ইংল্যান্ডে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিট হেল্থ ওয়ার্নিং জারি করা হয়েছে চতুর্ত স্তর পর্যন্ত ৷