নিজস্ব সংবাদদাতা : শহীদ দিবসের সভা মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বলেন, 'বাংলার মানুষ মাথা নীচু করতে জানে না। সাতমাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করেছে। রাজনীতিতে কেউ হারে, কেউ জেতে। হেরেছো বলে টাকা দেবে না? সবাই বিজেপিকে ভয় পায়, আমরা ভয় পাই না। দিল্লি গিয়ে অবরোধ করব। একশো দিনের টাকা দাও। এটা আমাদের অধিকার। গরিবের অধিকার। তাদের টাকা কেন বন্ধ করেছে? বলছে বাংলার নাম কেন থাকবে? কেন থাকবে না ?'