২০২৪-এ গেমচেঞ্জার যদি কেউ হন, তা মমতা বন্দ্যোপাধ্যায় : শত্রুঘ্ন সিনহা

author-image
Harmeet
New Update
২০২৪-এ গেমচেঞ্জার যদি কেউ হন, তা মমতা বন্দ্যোপাধ্যায় : শত্রুঘ্ন সিনহা

নিজস্ব সংবাদদাতা : প্রথমবার তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে দেখা গেল আসানসোলের বিধায়ক শত্রুঘ্ন সিনহাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, 'আজ নির্দ্বিধায় বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবচেয়ে ট্রাইড, টেস্টেজ এবং সবচেয়ে সফল নেত্রী। আজ ওনার চেয়ে জনপ্রিয় নেত্রী কেউ নেই। আজ বাংলা যা ভাবে, দেশ তা কাল ভাবে। আজ বাংলা যা করে, দেশ তা কাল করে। আমাদের তাই এগিয়ে যেতে হবে। ২০২৪-এ গেমচেঞ্জার যদি কেউ হন, তা মমতা বন্দ্যোপাধ্যায়। রোল মডেল যদি কেউ হন, তা মমতাই। জবাব আমরা দেব। জবাব তৈরি করবেন মমতা।’



শহীদদের উদ্দেশ্যে বলেন, 'এই সভা প্রাণশক্তিতে ভরপুর। আজ শহিদ দিবসে আত্মবিসর্জন, প্রাণবলি দিয়েছেন যাঁরা, তাঁদের বলিদানকে কুর্নিশ। শ্রদ্ধা জানাই তাঁদের পরিবার এবং শুভানুধ্যায়ীদের। উপর থেকে আজ তাঁরা টের পাচ্ছেন, তাঁদের স্মৃতিতে, তাঁদের প্রতি ভালবাসায় এই স্বতঃস্ফূর্ততা, প্রাণ চঞ্চলতা ধার পড়েছে আজকের সভায়।'