বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? জিএসটি ইস্যুতে খোঁচা তৃণমূল সুপ্রিমোর

author-image
Harmeet
New Update
বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? জিএসটি ইস্যুতে খোঁচা তৃণমূল সুপ্রিমোর

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুড়িতেও জিএসটি বসিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। একুশের সমাবেশ থেকে মুড়ি হাতে কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, 'বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতেও জিএসটি? রোগী হাসপাতালে ভর্তি হলেও জিএসটি?' তিনি স্লোগান তোলেন, 'আমাদের মুড়ি ফেরাও নইলে বিজেপি বিদায় নাও।'


মমতা কটাক্ষ করে বলেন, 'মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি? আজ টাকার দাম সবচেয়ে কম। রান্নার গ্যাস, ডিজেলের দাম কত? বাংলা থেকে সবচেয়ে বেশি করে আদায়।সরকার ভাঙছে, ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে।'