নিজস্ব সংবাদদাতাঃ সুন্দরবনে বেড়াতে গিয়ে বিপত্তি। নিখোঁজ এক পর্যটক। মদ্যপ অবস্থায় নৌকায় চড়ার সময় বিপত্তি ঘটে বলেই জানা গিয়েছে। ওই পর্যটকের খোঁজে চলছে জোর তল্লাশি। তাঁর অন্য সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। বয়স ৪৩ বছর। নিখোঁজ ওই ব্যক্তির বাড়ি বীরভূমের তারাপীঠ এলাকায়। ১৪ জনের একটি দল বুধবার সুন্দরবন বেড়াতে আসে। একটি জলযান ভাড়া নেন তাঁরা। সুন্দরবনে ঘুরতে যান ১৪ জন পর্যটক। অভিযোগ, জলযানে থাকাকালীন রাতে অতিরিক্ত মদ্যপান করেন তাঁরা। পাখিরালার টাইগার মোড়ের কাছে গোমর নদীতে ঘটে বিপত্তি। মদ্যপান করতে করতে এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। গোসাবা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, নিখোঁজ হয়ে যান প্রসেনজিৎ নামের ওই পর্যটক। হাজার খোঁজে তাঁর সন্ধান না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তিনি জীবিত নাকি মৃত, তা নিয়ে বাড়ছে জল্পনা।