কীভাবে করা হচ্ছে টিকিট রিফান্ডের নামে প্রতারণা?

author-image
Harmeet
New Update
কীভাবে করা হচ্ছে টিকিট রিফান্ডের নামে প্রতারণা?

নিজস্ব সংবাদদাতা:  টিকিট রিফান্ডিং প্রক্রিয়ার ছদ্মবেশে চলছে বড়সড় জালিয়াতি চক্র। দেখে নিন  কীভাবে করা হচ্ছে টিকিট রিফান্ডের নামে প্রতারণা।

 

প্রথমে আপনার কাছে একটি কল আসবে। তাতে দাবি করা হবে যে সেটি আইআরসিটিসি-র থেকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্কের ডিটেইলস সম্পর্কে জানতে চাইবেন তিনি। ইউপিআই আইডি এবং ব্যাঙ্কের ডিটেইলস বলে দিলেই সেটা কাজে লাগাচ্ছে প্রতারকরা। কোনও লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করতে বলা হচ্ছে। সেটা করলেই হাতিয়ে নেওয়া হচ্ছে তথ্য। তুলে নেওয়া হচ্ছে মোটা টাকা।

আইআরসিটিসি কখনই এভাবে ফোন করে কারও ব্যাঙ্ক ডিটেইলস জানতে চায় না।

নিজের অভিজ্ঞতার কথা টুইটে শেয়ার করেছেন এক ব্যক্তি। তাতে রিপ্লাই করেছে রেল।

আইআরসিটিসি আধিকারিকরা এর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিয়েছেন। টুইট করা ব্যক্তিকে তাঁর পিএনআর নম্বর শেয়ার করতে বলেছেন তাঁরা। তাঁর অভিযোগ নথিভুক্ত করেছে রেল।