নিজস্ব সংবাদদাতা: টিকিট রিফান্ডিং প্রক্রিয়ার ছদ্মবেশে চলছে বড়সড় জালিয়াতি চক্র। ইতিমধ্যেই এ বিষয়ে যাত্রীদের সতর্ক করেছে ভারতীয় রেল। যাত্রীদের কোনও সন্দেহজনক কল বা লিঙ্কে উত্তর না দেওয়ার জন্য সতর্ক করেছে IRCTC। এর অন্যথা হলেই হারাতে পারেন অনেক টাকা। দিন দিন অনলাইন টিকিটিং এবং UPI হ্যান্ডেলের মাধ্যমে পেমেন্ট বাড়ছে। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই ফাঁদ পাতছে প্রতারকরা।