নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরমে পুড়ছে গোটা ইউরোপ। ব্রিটেনের অবস্থা ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই একটি ছবিতে দেখা গিয়েছে গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গিয়েছে। এক দিকে গরম, অন্য দিকে দাবানল— এই দুই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে ব্রিটেন-সহ গোটা ইউরোপ। ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘ট্রেনে যাত্রা শুরুর আগে ভাল করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কিনা।’ প্রবল গরমের জেরে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে।
শুধু তাই নয়, রেললাইনে আগুন ধরে যাচ্ছে। ফলে রেল পরিষেবা বহু জায়গায় সীমিত করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ব্রিটেনে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৩ জনের।