একুশের সমাবেশের আগে উপচে পড়া ভিড় স্টেশনগুলিতে

author-image
Harmeet
New Update
একুশের সমাবেশের আগে উপচে পড়া ভিড় স্টেশনগুলিতে

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর থেকে ট্রেনে করে কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। উপচে পড়া ভিড় দেখা গেল দুর্গাপুর স্টেশনে । ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দেওয়ার জন্য দুর্গাপুর রেলস্টেশনের মাধ্যমে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা ট্রেনে করে রওনা হচ্ছেন। তাদের সহযোগিতার জন্য দুর্গাপুর স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। 

সহায়তা কেন্দ্রের মাধ্যমে ট্রেনের সময়সূচি, তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাচ প্রদান পাশাপাশি কোনো সমস্যায় পড়লে সহযোগিতা করা হচ্ছে তাদের। কর্মী সমর্থকেরা যখন সমাবেশ থেকে ফিরবেন তখনও সহায়তা কেন্দ্র থাকবে । কর্মী সর্মথকদের বাড়ি ফিরতে সমস্যা হলে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানান ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা ।