নিজস্ব সংবাদদাতা বুধবার নাসা-র তরফে প্লুটর ওই ছবি প্রকাশ করা হয়। গোলাকার চাকতির উপর রামধনু রংয়ের এমন সংমিশ্রণ দেখে কার্যতই অভিভূত হয়ে পড়েন সকলে। তবে সৌরমণ্ডলের একেবারে কিনারায় থাকা প্লুটোর গায়ে এমন রামধনু রংয়ের প্রলেপ কী ভাবে এল, তা-ও ব্যাখ্যা করেছে নাসা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা বিবৃতি দিয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় নাসা লেখে, ‘এই রামধনুর শেষ কোথায়? সত্য়িই সত্য়িই প্লুটোর গায়ে রংমিলান্তি ঘটেনি। বরং নিউ হরাইজন কর্মসূচির আওতায় বিজ্ঞানীরা রংয়ের প্রলেপ মাখিয়ে প্লুটোর সমস্ত অঞ্চলকে পৃথক ভাবে চিহ্নিত করেছেন। প্লুটোর ভূপৃষ্ঠ অত্যন্ত জটিল এবং বৈচিত্রময়। ইউরোপার মতো এলোমেলো পর্বত, জালের মতো বিস্তৃত উপত্য়কা, গহ্বরময় ভূমি যেমন রয়েছে, তেমনই বরফের মতো মসৃণ সমতল, বায়ুপ্রবাহের স্পর্শে তৈরি হওয়া টিলা মতো দেখতেও ভূমিখণ্ডও রয়েছে।