নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমসিংহে। নয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে বৃহস্পতিবার শপথ নেন রনিল। প্রসঙ্গত গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছাড়ার পর থেকে বিক্ষোভ শুরু হয়। গোতাবায়া যাতে ইস্তফা দেন, সেই দাবিতে অনড় ছিল বিক্ষোভকারীরা।
শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুরে গিয়ে ইস্তফা দেন গোতাবায়া রাজাপাক্ষে। গোতাবায়া ইস্তফা দেওয়ার পর প্রথমে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট হন রনিল বিক্রমসিংহে। এরপর ২০ জুলাই নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বৃহস্পতিবার শপথ নিলেন রনিল বিক্রমসিংহে।