জেনারেল মাধ্যমিকের ফল পছন্দ না হলে মিলবে পরীক্ষা দেওয়ার সুযোগ 20 Jul 2021 11:17 IST Follow Us New Update নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ছাত্রছাত্রীদের এই ফল অপছন্দ হলে তারা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে পরীক্ষায় পাওয়া নম্বরই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION kalyanmoy ganguly madhyamik result 2021 Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন