নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার রাজ্য সরকার আসাম আগরতলা জাতীয় সড়ককে চার লেনে পরিনত করার সিদ্ধান্ত নিয়েছে।তার পরিপ্রেক্ষিতেই ত্রিপুরার জিরানীয়া থানাধীন বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের জমি অধিগ্রহণ করে রাস্তা নির্মাণের চিন্তাভাবনা করছে সরকার।
যার ফলে বেশ কিছু পরিবার ক্ষতির সম্মুখীন হবে বলে পরিলক্ষিত।তাই বুধবার বিধায়ক সুশান্ত চৌধুরী জেলা শাসক ও নির্মাণকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে যান।সুত্রের খবর কয়েকটি পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হবে।তাদের যেন কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ হবে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি দফতর মন্ত্রী সুশান্ত চৌধুরী।