নিজস্ব সংবাদদাতাঃ পিৎজা খেতে ভালবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুস্কর। কম বেশি আমরা সকলেই পিৎজা খেয়ে থাকি। তবে জানি কি তার গাণিতিক ব্যাখা ? আসুন জেনে নিই। জ্যামিতিক ফর্মুলায় ফেললে 'πr2h'যেখানে 'π'-র অর্থ 'পাই' যা কিনা একটি ধ্রুবক। 'r'মানে সিলিন্ডারের নিচে যে গোলাকৃতি অংশ রয়েছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ। ' h'-র অর্থ সিলিন্ডারের উচ্চতা। এই ফর্মুলা দিয়েই পিৎজা নামের ব্যাখ্যা বের করেছে সোশ্যাল মিডিয়া। শুধু খানিকটা রদবদল করা হয়েছে। ধরা যাক, পিৎজার ক্ষেত্রে তার ব্যাসার্ধের পরিমাপ 'z',পুরুত্বের পরিমাপ 'a'। এবার এই দুটিকে সিলিন্ডারের আয়তনের যে আসল ফর্মুলা তার 'r'এবং h'-র জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তা হলে এক্ষেত্রে ফর্মুলাটি দাঁড়ায়, π(piবা পাই) z2(zz)a(আ)। এবার এই তিনটেকে জুড়ে নিন। কী দাঁড়ায়? 'পাইজা'(pi-zz-a)। একটু সহজ করে নিলে 'পিজা'। এই ফর্মুলা এখন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ঘুরে বেড়াচ্ছে।