২১ জুলাইয়ের আগে ভিডিও বার্তা মমতার

author-image
Harmeet
New Update
২১ জুলাইয়ের আগে ভিডিও বার্তা মমতার

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই রাজ্যজুড়ে পালিত হবে ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। সভায় যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূল নেতা-কর্মীরা ভিড় জমাচ্ছেন শহরে। ঐতিহাসিক দিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় দলীয় কর্মীরা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এমন পরিস্থিতিতে আজ অর্থাৎ বুধবার শহিদ দিবসের প্রাক্কালে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূলনেত্রী। অভিভাবকের মতো সকল দলীয় কর্মীদের সাবধানে, সতর্ক হয়ে ধর্মতলার সভায় যোগ দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদেরও সভায় যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি। একুশে জুলাই উপলক্ষে কবিতাও আবৃত্তিও করেছেন তৃণমূলনেত্রী।

             

বুধবার নিজের বাড়িতে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। শহিদ দিবসের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “আগামিকাল ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক, স্মরণীয় দিন। দিনটির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। জড়িয়ে আছে শহিদ তর্পন। মা-মাটি-মানুষের আবেগ জড়িয়ে আছে।” তবে এমন জমায়েতের দিন আবহাওয়া নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়, “এই সময় আবহাওয়া ভাল থাকে না। প্রচণ্ড ঝড়-জল-বৃষ্টি হয়। তার মধ্যেও আমাদের লাখ-লাখ কর্মীরা নিজেদের চেষ্টায় সভাস্থলে আসেন। সভায় যোগ দেন।” এরপরই অভিভাবকসুলভ সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, “যারা আসতে পারবেন, তাঁরা সশরীরের এসে সভায় যোগ দেবেন। যারা পারবেন না তাঁরা ভার্চুয়ালি সভায় অংশ নেবেন।”