নিয়ম ভেঙে ফের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কংগ্রেসের, দুপুর অবধি মুলতুবি সংসদের অধিবেশন

author-image
Harmeet
New Update
নিয়ম ভেঙে ফের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কংগ্রেসের, দুপুর অবধি মুলতুবি সংসদের অধিবেশন

নিজস্ব সংবাদদাতাঃ  অধিবেশন শুরু হতেই ফের উত্তেজনা সংসদে। চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর বিরোধীদের বিক্ষোভের জেরে পরপর দু'দিনি মুলতুবি করে দিতে হল সংসদের অধিবেশন। মঙ্গলবারের মতো এদিন সকালেও সংসদের অধিবেশন শুরু হতেই দ্রব্যমূল্য় বৃদ্ধি ও খাদ্যপণ্যের উপরে জিএসটি বসানোর প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। নিয়ম ভেঙে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো ঘিরে তুমুল হই-হট্টগোল শুরু হয় লোকসভায়। বাধ্য় হয়েই দুপুর ২টো অবধি মুলতুবি করে দিতে হয় অধিবেশন। একই অবস্থা রাজ্যসভাতেও, সেখানেও বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর অবধি অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।