নিজস্ব সংবাদদাতা : বিষ মদ খেয়ে একের পর এক মৃত্যু। হাওড়ার ঘুসুড়িতে অকালে প্রাণ গেল আটজনের। স্থানীয়দের অভিযোগের আঙুল পুলিশের দিকে। পুলিশ সক্রিয় হলে এই মৃত্যু মিছিল সহজে রোধ করা সম্ভব হতো বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ ফাঁড়ির পিছনে চলছিল এই চোলাইয়ের ঠেক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোলাই। স্বভাবতই প্রশ্ন উঠছে, পুলিশের নাকের ডগায় কীভাবে চলছিল এই ব্যবসা। কেনই-বা আগে থেকে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ? ক্ষোভে ফুটছে হাওড়ার ঘুসুড়ি। এরপর কী পদক্ষেপ নেবে পুলিশ? থাকছে প্রশ্ন।