দেশের সব টিকাকর্মীর নামে আলাদা করে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
দেশের সব টিকাকর্মীর নামে আলাদা করে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে করোনা টিকাকরণের হাল বেশ ভালো। ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরেও ভারতে চিকাকরণের হারের প্রশংসা করা হয়েছে। গত ১৭ জুলাই, অর্থাৎ রবিবার এই টিকাকরণের একটি মাইল ফলক পেরিয়ে গেল ভারত। এদিন দেশে ২০০ কোটি টিকার ডোজ দেওয়া সম্পূর্ণ হল। আর এজন্য নিজের খুশি ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপুল টিকাকরণের পিছনে যাঁদের ভূমিকা সবচেয়ে বেশি, তাঁদের প্রশংসা করেছেন তিনি। টিকাকরণের কাজ সফলভাবে চালিয়ে নিয়ে গিয়েছেন দেশের টিকাকর্মী বা স্বাস্থ্যকর্মীরা। তাঁদের শুভেচ্ছা বার্তা এবং ধন্যবাদ জানিয়েছেন তিনি।

                 



প্রধানমন্ত্রী লিখেছেন, ভারত একটি ইতিহাস রচনা করল। আর এই কাজ সম্পূর্ণ হত না আপনারা না থাকলে। ১৬ জানুয়ারি, ২০২১ থেকে শুরু হয়েছিল দেশে টিকাকরণ। ১৭ জুলাই, ২০২২-এ এসেই তা পৌঁছে গেল ২০০ কোটি ডোজে। এই যাত্রাপথ নেহাত সহজ ছিল না। কিন্তু সেটিকেও রীতিমতো সহজ করে দেখিয়েছেন টিকাকর্মী-স্বাস্থ্যকর্মীরা। এছাড়া প্রত্যেক টিকাকর্মীর জন্য আলাদা করে ব্যক্তিগত চিঠির ব্যবস্থাও করা হয়েছে। প্রধানমন্ত্রীর তরফে প্রত্যেকের নামে আলাদা করে পাঠানো হয়েছে চিঠি। সে চিঠিতে সকলকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।