ভারতে চিকিত্‍সক হওয়া সবথেকে শক্ত কাজঃ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

author-image
Harmeet
New Update
ভারতে চিকিত্‍সক হওয়া সবথেকে শক্ত কাজঃ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের মতো দেশে ডাক্তারি করা খুব কঠিন। এদেশে যেমন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে, তেমনই রয়েছে দারিদ্র‌। চিকিৎসকের কাছে অনেকেই নিজের কষ্ট-যন্ত্রণা গোপন করে যান। তাই চিকিৎসকদের আরও বেশি দরদী মন নিয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করতে হবে। এমনই পরামর্শ দিলেন অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ‘লিভার ফাউন্ডেশন’ আয়োজিত এক বইপ্রকাশ অনুষ্ঠানে অভিজিৎ বিনায়ক বলেন, “বিদেশে রোগীর ষোলো রকমের টেস্ট করিয়ে তারপর চিকিৎসকরা রোগ নির্ণয় করেন। আর আমাদের এখানে টেস্টের কথা বললেই রোগীরা পালিয়ে যান। মহিলারা এখানে নিজের কষ্টের কথা বলাকে অধিকার বলে মনেই করেন না। গোয়েন্দাগিরি করে তাঁদের রোগের উৎস জানতে হয়। এখানে রোগীদের আর্থসামাজিক পরিকাঠামো বিচার করাও জরুরি।” নোবেলজয়ী অর্থনীতিবিদের উপলব্ধি, এত সীমাবদ্ধতার মধ্যেও যে চিকিৎসকরা দরদী মন নিয়ে কাজ করেছেন বা করছেন তাঁরা সত্যিই কৃতিত্বের দাবিদার।