রূপচর্চার মজার অঙ্ক!

author-image
Harmeet
New Update
রূপচর্চার মজার অঙ্ক!

​নিজস্ব সংবাদদাতাঃ নেটমাধ্যমে রূপচর্চার জনপ্রিয় পরামর্শদাতা র‌্যামন এই বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর দেওয়া হিসেব দেখে নেওয়া যাক।

• প্রথমে সেন্টিমিটার এককে মুখের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপতে হবে।

• সেই সংখ্যাগুলিকে ২ দিয়ে ভাগ করতে হবে।

• ভাগফলগুলিকে পরস্পরের সঙ্গে গুণ করতে হবে।

• সেই গুণফলের সঙ্গে π (‘পাই’ অর্থাৎ ২২/৭) গুণ করতে হবে।

এ বার উদাহরণ দিয়ে বিষয়টি দেখে নেওয়া যাক:

ধরা যাক, কারও মুখের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ২৩ এবং ২১ সেন্টিমিটার। তা হলে তাঁর ক্ষেত্রে প্রাথমিক অঙ্ক হল:

২৩/২ সেমি x ২১/২ সেমি x π = ১১.৫ সেমি x ১০.৫ সেমি x π = ৩৭৯.৫ স্কোয়ার সেমি

হিসেবের সুবিধার্থে একে ৩৮০ স্কোয়ার সেমি বলে ধরে নেওয়া যাক।