পেট্রোল-ডিজেলে কর ছাড় কেন্দ্রের

author-image
Harmeet
New Update
পেট্রোল-ডিজেলে কর ছাড় কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ পেট্রোলে কর ছাড়ের ঘোষণা করল কেন্দ্র। একই সঙ্গে তেল উৎপাদনকারী সংস্থা এবং তেল পরিশোধনকারী সংস্থাগুলোর উপর থেকেও ‘উইন্ডফল’ করের বোঝা কমিয়েছে ভারত সরকার। তবে এতে আমজনতা সরাসরি লাভবান হবে না। আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারি এই পদক্ষেপে বিমানের জ্বালানির দাম কিছুটা কমতে পারে। তবে মূলত উপকৃত হবে রিল্যায়েন্স, ওএনজিসির মতো জ্বালানি তেলের বাণিজ্যিক সংস্থাগুলো।

                

কেন্দ্র লিটার প্রতি পেট্রোলে ৬ টাকা রফতানি কর কমিয়েছে। ডিজেল এবং বিমানের জ্বালানিতে উইন্ডফল কর কমিয়েছে লিটারে ২টাকা হারে। এর আগে দেশে উৎপাদিত অপরিশোধিত তেলে প্রতি টনে ২৩ হাজার ২৫০ টাকা কর নেওয়া হত। নতুন ঘোষণায় তা কমিয়ে দেওয়া হয়েছে প্রতি টনে ১৭ হাজার টাকায়। নতুন ঘোষণায় বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রে রফতানি শুল্কে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই এই বদল এবং নতুন দর কার্যকর হবে।