নিজস্ব সংবাদদাতা: চালু হওয়ার একদিনের মধ্যে পূর্ব বর্ধমানের বুদবুদে সেচ দফতরের সেতুতে ফাটল। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সেচ দফতরের আধিকারিকদের ঘিরে স্থানীয়দের বিক্ষোভ। বুদবুদের বিলাসপুরে সেচ খালের ওপর সেতুটি ২২ লক্ষ টাকা খরচ করে সংস্কার করা হয়। ১৯টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের পানাগড় থেকে বর্ধমান যাওয়ার একমাত্র রাস্তা এই সেতু। সোমবার উদ্বোধন হওয়ার পর, গতকাল নতুন সেতুতে ফাটল দেখা দেয়। বিজেপির কটাক্ষ, সেতু সংস্কারের নামে সরকারি টাকা নয়ছয় হয়েছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের।