নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। শ্রীলঙ্কার সাংসদরা পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেবেন আজ। এই পদের অন্যতম দাবিদার ছিলেন শ্রীলঙ্কার বিরোধী দলনেতা সজিথ প্রেমাদাসা। তবে গতকাল তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এরপরই তিনি এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন। মোদীর উদ্দেশে প্রেমাদাসার বার্তা, আজকের নির্বাচনে জয়ী হয়ে যেই শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতি হোন না কেন, ভারত যাতে শ্রীলঙ্কাকে সাহায্য করতে থাকে। সজিথ প্রেমদাসা টুইট বার্তায় লিখেছেন, ‘যিনিই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল ও জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার জনগণকে সাহায্য করতে থাকুন।’ সজিথ প্রেমাদাসার এই আবেগময় আবেদন ভাইরাল হয়ে যায়।