এবার মহিলা পুলিশকে ভ্যান দিয়ে পিষে দিল দুষ্কৃতীরা

author-image
Harmeet
New Update
এবার মহিলা পুলিশকে ভ্যান দিয়ে পিষে দিল দুষ্কৃতীরা

​নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার পর এবার ঝাড়খণ্ডের রাঁচিতে এক পুলিশ কর্মীকে পিষে ফেলা হল। গতকাল রাতে সন্ধ্যা টোপনো নামে এক মহিলা সাব-ইন্সপেক্টর গাড়ি চেকিংয়ের সময় মারা যান। 




রাঁচির এসএসপি জানিয়েছেন, তিনি তুপুদানা ওপি-র ইন-চার্জ হিসেবে নিযুক্ত ছিলেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, তুপুদানায় অ্যান্টি ক্রাইম চেকিং চলছিল। এরই মধ্যে, ডিউটিতে থাকা সন্ধ্যা টোপনো পিকআপ ভ্যানটিকে থামার জন্য সংকেত দেয়, কিন্তু চালক গাড়ি থামানোর পরিবর্তে দারোগার উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।