নাইট কার্ফুতে জারি কড়া নজরদারি

author-image
Harmeet
New Update
নাইট  কার্ফুতে জারি কড়া নজরদারি

রাহুল পাসওয়ান, আসানসোলঃ গত শনিবার রাজ্য সরকার নির্দেশ দিয়েছে রাত ৯ থেকে সকাল ৫ টা পর্যন্ত নাইট কার্ফু থাকবে। সেই মত কুলটি থানার বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক হেমন্ত দত্ত নিজে বরাকরের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমানায় নাইট কার্ফুর সময় যাতায়াতকারী সাধারণ মানুষ জন দের জিজ্ঞাসাবাদ করেন পাশাপাশি ঝাড়খন্ড থেকে আগতরা নাইট কার্ফু ব্যাপারে কিছু জানেন না সেই সকল সাধারণ মানুষদের নাইট কার্ফু নিয়ে অবহিত করছেন। পাশাপাশি যে সকল মানুষ মাস্ক ছাড়া যাতায়াত করছেন তাদের মাস্ক পরার অনুরোধ করেছেন।