নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিল গেটস

author-image
Harmeet
New Update
নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিল গেটস

নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতির মধ্যেই ২০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করেছে ভারত। 



Bill Gates: COVID-19: Bill Gates lauds PM Modi's leadership in combating  coronavirus in India - The Economic Times Video | ET Now


ভারতের এই সাফল্যে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস।

 তিনি ট্যুইট করে বলেন, “২০০ কোটির মাইলফলকের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী। কোভিড-১৯ এর প্রভাব কমানোর জন্য ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারক এবং ভারত সরকারের সাথে আমাদের অব্যাহত অংশীদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ”।



People 'Rightly' Questioning: Bill Gates on Row Over Awarding Modi