নিজস্ব সংবাদদাতাঃ ভারতে চলছে ভারত ও আফ্রিকার মধ্যেকার ১৭ তম সিআইআই এক্সিম ব্যাঙ্ক কনক্লেভ। এই কর্মসূচি চলাকালীন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইতিমধ্যেই আফ্রিকার সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ভারত আফ্রিকার জন্য ১২.৩ বিলিয়ন ঋণের ছাড় বাড়িয়েছে।
এছাড়াও আফ্রিকাকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এস জয়শঙ্কর। ভবিষ্যতে আফ্রিকার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য ভারতের তরফে আরও নানা প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।