ভোটের আগে সেতু নির্মাণের কাজ শুরু হলেও আজও তা অসমাপ্ত

author-image
New Update
ভোটের আগে সেতু নির্মাণের কাজ শুরু হলেও আজও তা অসমাপ্ত

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ নির্বাচনের প্রাক্কালে ঢাকঢোল পিটিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হলেও আজও অসমাপ্ত কাজ। অসমাপ্ত সেতু পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

আলিপুরদুয়ারের বনচুকামারি গ্রাম পঞ্চায়েতের ১২/১১০ এবং ১২/১১৮ পার্টের মধ্যে সংযোগকারী চাপাতলি নদীর উপর সেতুর ঘটনা। নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের কাজ ঢাকঢোল পিটিয়ে বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিলো। ভোট পর্ব মিটতেই সেতু নির্মাণের কাজ বন্ধ। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ,   নির্মাণকারী সংস্থার সাথে শাসক দলের একাংশের ঠিকমতো কাটমানির রফা না হওয়ায় সেতুর কাজ বন্ধ রয়েছে। অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী জেলা পরিষদের পক্ষ থেকে এই সেতু নির্মাণের জন্য ৪৭ লক্ষ ৩১ হাজার ৫০১ টাকা বরাদ্দ করা হয়েছিলো। বর্ষার মরশুমে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন চাপাতলি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন "বনচুকামারি এলাকার অসমাপ্ত সেতু পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনে অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।"