নিজস্ব সংবাদদাতা: পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় জানানো হয় মারবার্গ ভাইরাসের অস্তিত্ব। ঘানার স্বাস্থ্য দফতর থেকে ১৮ জুলাই এই কথা ঘোষণা করা হয়েছে। মারবার্গ ভাইরাসটি ইবোলার মতোই অত্যন্ত সংক্রামক । জুলাইয়ের শুরুতে মারবার্গ ভাইরাসে আক্রান্ত হন দুজন। তাঁদের পরবর্তীতে মৃত্যু হয়। এটি ঘানার মারবার্গ ভাইরাস রোগের প্রথম প্রাদুর্ভাব।১০ জুলাই দুই ব্যক্তর শরীরে মারবার্গ ভাইরাস ধরা পড়ে। তবে, ঘানার করা এই রিপোর্ট সঠিক কিনা তা যাচাই করতে বিশ্ব স্বাস্থ্যের সংস্থা পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ সেনেগালের বিশেষ পরীক্ষাগারে পাঠিয়েছে।দুই রোগীর প্রত্যেকের নমুনা ডাকার ইনস্টিটিউট পাস্তুরে পাঠানো হয়েছিল। সম্পর্কহীন দুই রোগীর মধ্যে ডায়রিয়া, জ্বর, বমি বমি ভাব সহ নানা উপসর্গ দেখা গেছে।