নিজস্ব সংবাদদাতাঃ বর্ষাকালীন অধিবেশনে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে ফের একবার সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ট্যুইট করে জানিয়েছেন, 'ডলারের তুলনায় টাকার দাম ৮০ ছাড়িয়েছে, গ্যাস সিলিন্ডারও (এলপিজি) ১০০০ টাকা ছাড়িয়েছে, জুন মাসে বেকারত্বের অঙ্ক ১.৩ কোটিতে এসে দাঁড়িয়েছে এবং খাদ্যশস্যের উপর জিএসটির বোঝাও চাপিয়ে দিয়েছে। এমন অবস্থায় কোনো কিছুই আমাদের জনগণের ইস্যু তুলে ধরা থেকে বিরত রাখতে পারবে না, সরকারকে জবাব দিতে হবে। তিনি বলেন, সংসদে আলোচনা ও প্রশ্ন থেকে দূরে সরে যাওয়াই সবচেয়ে 'অসংসদীয়', প্রধানমন্ত্রী।'