নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের জামালপুরে জাতীয় সড়কে পুলিশের গাড়ির সঙ্গে ১৮ চাকার লরির সংঘর্ষ। সিআইডি আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার-সহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পুলিশের গাড়ির চালক। মৃত প্রশান্ত নন্দী সিআইডি-র ডিএসপি পদমর্যাদার অফিসার। সকাল ১১টা নাগাদ জামালপুরের আজাপুরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশের গাড়ির চালক।