কিছুটা স্বস্তি মধ্যবিত্তের, দিতে হবে না GST

author-image
Harmeet
New Update
কিছুটা স্বস্তি মধ্যবিত্তের, দিতে হবে না GST

নিজস্ব সংবাদদাতাঃ জিএসটি হার নিয়ে ফের একবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার একের পর এক টুইট করে তিনি জানান, সম্প্রতি, জিএসটি কাউন্সিল তার ৪৭ তম বৈঠকে ডাল, শস্য, ময়দা ইত্যাদির মতো নির্দিষ্ট খাদ্যদ্রব্যের উপর জিএসটি আরোপের পদ্ধতিটি পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে। এ নিয়ে অনেক ভুল ধারণা ছড়ানো হয়েছে। এখানে তথ্য গুলি স্থাপন করার জন্য একটি থ্রেড রয়েছে।' সেইসঙ্গে অর্থমন্ত্রী কোন কোন জিনিস জিএসটির আওতায় পড়বে না তারও একটি তালিকা প্রকাশ করেছেন।