নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এমনই জল্পনা উস্কে দিয়েছিলেন অভিনেতা স্বয়ং। এক সাক্ষাৎকারে তাঁকে দু'টি সত্যি এবং একটি মিথ্যে বলতে বলা হয়েছিল। মজার সেই খেলায় তিনটি কথা বলেন রণবীর।
১। 'আমার যমজ সন্তান হবে।'
২। 'খুব বড় একটি পৌরাণিক ছবির অংশ হতে চলেছি।'
৩। 'কাজ থেকে একটি দীর্ঘ বিরতি নেব।'
রণবীরের অনাগত সন্তানকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই এ বিষয়ে আরও একবার মুখ খুললেন অভিনেতা। বললেন, 'এত বিতর্কের প্রয়োজন নেই। আমাকে দু'টি সত্যি এবং একটি মিথ্যে বলতে বলা হয়েছিল। কিন্তু কোনটা আসলে কী, সেটা বলতে পারব না।‘