নিজস্ব সংবাদদাতা: ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারেন সন্দেশ ঝিঙ্গান! ফুটবল মহলে সম্প্রতি এমন জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, সন্দেশকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। যদিও আগামী মরসুমে তিনি কোন ক্লাবে খেলবেন সেটা এখনও নিশ্চিত নয়।
Sandesh Jhingan to @sc_eastbengal may happen only if his agent looses hope on European clubs. @sc_eastbengal is topper amongst who offered him.
— Indianfootballprotagonists (@ifpforall) July 19, 2022