নিজস্ব সংবাদদাতা: দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে। গত সপ্তাহ থেকেই কার্যকর হয়েছে স্টেট ব্যাঙ্কের নতুন ফিক্সড ডিপোজিট রেট। ব্যাঙ্ক জানিয়েছে, ২ কোটি বা তার বেশি টাকার গার্হস্থ্য মেয়াদি আমানতের উপরই এই অতিরিক্ত সুদ পাওয়া যাবে। মূলত, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ফলেই এই সুদ পাওয়া যাচ্ছে।নতুন SBI FD সুদের হার 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। ব্যাঙ্ক সাধারণ জনগণের জন্য এক বছর থেকে দুই বছরের কম মেয়াদি আমানতের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ বাড়িয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য, একই মেয়াদে এই সুদের হার আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করা হয়েছে। অন্যান্য মেয়াদের রেট অপরিবর্তিত রাখা হয়েছে।