অমরনাথ যাত্রা শুরুর পর থেকে পবিত্র গুহা দর্শন করেছেন প্রায় ২ লক্ষ তীর্থযাত্রী

author-image
Harmeet
New Update
অমরনাথ যাত্রা শুরুর পর থেকে পবিত্র গুহা দর্শন করেছেন প্রায় ২ লক্ষ তীর্থযাত্রী

নিজস্ব সংবাদদাতা : গত ৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এরই মাঝে ঘটেছে বিপত্তি। মেঘ ভাঙা বৃষ্টিত ঘটেছে প্রাণহানির ঘটনা। বারে বারে স্থগিত করা হয়েছে যাত্রা। তা সত্ত্বেও খারাপ আবহাওয়াকে সঙ্গী করেই ইতিমধ্যে প্রায় ২ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের পবিত্র গুহা দর্শন করে ফেলেছেন। জানা গিয়েছে, সোমবার একজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে হল ৩২ জন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (এসএএসবি) আধিকারিকরা জানিয়েছেন যে সোমবার ১৫,০০০ এরও বেশি ভক্ত পবিত্র গুহায় গিয়েছিলেন।এসএএসবির কর্মকর্তারা আরো জানিয়েছন, "এই বছরের ৩০ জুন যাত্রা শুরু হওয়ার পর থেকে ১,৯৯,৪৫৩ জন যাত্রা করেছেন। গতকাল ১৫,৬৪২ জন যাত্রী পবিত্র গুহায় শিবলিঙ্গ দর্শন করেছেন।"







মঙ্গলবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প ছেড়েছে ৪,৮৯৮ তীর্থযাত্রীর একটি দল। এই ব্যাচটিকে নিরাপত্তা কর্মীরা দুটি কনভয়ে করে নিয়ে গিয়েছে, যার মধ্যে ৩০৬২টি পাহলগাম রুট হয়ে যাচ্ছে এবং ১৮৩৬টি বালতাল হয়ে যাচ্ছে।