নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টম টুগেনধাট তৃতীয় দফার ভোটে মাত্র ৩১ টি ভোট পেয়ে টরি নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গেছেন। গ্রাহাম ব্র্যাডি জানিয়েছেন, তৃতীয় দফার ভোটে ৩৫৭টি ভোট পড়েছে। অন্যান্য প্রার্থীদের ফলাফল: কেমি বাডেনোচ ৫৮, পেনি মর্ডান্ট ৮২, ঋষি সুনাক ১১৫ এবং লিজ ট্রাস ৭১ পেয়েছেন। টম টুগেনধাট ছিটকে যাওয়ায় টরি নেতৃত্বের দৌড় শেষ চারে নেমে গেল। প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাক পরবর্তী টরি নেতা এবং প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় এমপিদের ভোটে শীর্ষে রয়েছেন।