নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে পাঠানো পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র ও রকেটে হামলার জন্য রুশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সম্প্রতি পশ্চিমাদের সরবরাহ করা এসব অস্ত্র দিয়ে রাশিয়ার সাপ্লাই লাইনে হামলা চালাতে শুরু করেছে ইউক্রেন। এতে রুশবাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। ২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আক্রমণ শুরুর পর প্রায় পাঁচ মাস হতে চললো। রুশ বাহিনী এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়া। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু ইউক্রেনে যুদ্ধরত ভস্তক গ্রুপ পরিদর্শন করেছেন। তিনি কমান্ডারদের নির্দেশ দিয়েছেন শত্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামানকে অগ্রাধিকার দিতে। এসব অস্ত্র রুশ নিয়ন্ত্রিত ডনবাসের আবাসিক এলাকায় হামলায় ব্যবহার করা হচ্ছে। পরিকল্পিতভাবে গমের ক্ষেত ও খাদ্যশস্যের গুদামে হামলা চালিয়ে আগুন লাগানো হচ্ছে।