পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে ঐকমত্যে ভারত এবং চিনা সেনা

author-image
Harmeet
New Update
পূর্ব লাদাখের প্রকৃত  নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে ঐকমত্যে ভারত এবং চিনা সেনা

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব লাদাখের অবশিষ্ট বিতর্কিত এলাকাগুলো থেকে সেনা সরানোর সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ভারত এবং চিন। সোমবার সেনা স্তরের ১৬তম বৈঠক হয়। ফলে ওই এলাকাগুলোতে ভারত-চিন টানাপোড়েন এখনও শেষ হল না। তবে ১৬তম বৈঠকে এনিয়ে ঐকমত্য হয়েছে। বৈঠকের পরে যৌথ বিবৃতি প্রকাশ করে ভারত-চিন জানিয়েছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সমস্যা মেটাতে দুই দেশই আন্তরিক। পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান সূত্র খুঁজতে দুপক্ষই সামরিক ও কূটনৈতিক স্তরে ভিত্তিতে অগ্রসর হবে। লাদাখ সমস্যার স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে বলে বলা হয়েছে যৌথ বিবৃতিতে। প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এলএসি-তে উত্তেজনা কমানোর লক্ষ্যে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে ভারতীয় সেনা এবং চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কোর কমান্ডার স্তরের ধারাবাহিক বৈঠক চলছে। সোমবার ১৬তম বৈঠক চলে প্রায় সাড়ে ১২ ঘণ্টা। ডেমচক, গোগরা, ডেপসাং-সহ এলএসির যে সব সংঘর্ষ বিন্দুতে এখনও চিনা সেনার উপস্থিতি রয়েছে, সেখান থেকে দ্রুত সেনা সরানোর জন্য ভারতীয় সেনার তরফে সোমবারের বৈঠকে চাপ দেওয়া হয়েছে।