নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন লা গণেশন। মণিপুরের রাজ্যপাল তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে আপাতত অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। রাজভবনে এই শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা প্রমুখ। তাঁরাও শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যপালের সঙ্গে।
যদিও এই শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা আমন্ত্রণ পাননি। এ বিষয় নিয়ে টুইটও করেন শুভেন্দু অধিকারী। নবান্নের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর বক্তব্য, নিয়ম থাকলেও তাঁকে ডাকা হয়নি।