শিক্ষক সংকটে শিক্ষা ভবন ঘেরাও

author-image
Harmeet
New Update
শিক্ষক সংকটে শিক্ষা ভবন ঘেরাও

নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার স্কুলগুলিতে শিক্ষক সংকটের কারণে ইতিমধ্যেই বহু স্কুলগুলির সামনে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।এমনকি অভিভাবকেরাও সামিল হয়েছেন এর প্রতিবাদে।সেই সঙ্গে টেট যোগ্য যুবক যুবতীরাও বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। TET যোগ্য শিক্ষকরাও বেশ কয়েকবার ঘেরাও করেছে শিক্ষামন্ত্রীর বাসভবন।

সোমবার ৪টি বামপন্থী সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ স্কুলে শিক্ষক সংকট কমাতে, শিক্ষক নিয়োগের দাবিতে ত্রিপুরার শিক্ষা দপ্তর ঘেরাও করে।তার মধ্যে একজন যুব নেতা বলেন, 'সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট ব্যবস্থা পঙ্গু হয়ে গিয়েছে, কারণ বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই।'  তার পরিপ্রেক্ষিতে ৪টি বামপন্থী সংগঠন শিক্ষক সংকট কমাতে ৩৬৩১ টেট যোগ্য প্রার্থীদের নিয়োগ এবং তাদের শংসাপত্র প্রদান করে সরকারি স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে।