নিজস্ব প্রতিনিধি-সোমবার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ বিজেপি দলের শীর্ষ নেতারা দাবি করেছেন যে বিজেপি গণতন্ত্রের প্রতীক এই প্রথমবার একজন জনজাতি নেতাকে রাষ্ট্রপতিপদ প্রার্থী করা হয়েছে৷এই ধরনের দাবির প্রতিক্রিয়ায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতা মানিক সরকার বলেন, "হ্যাঁ, অবশ্যই! কারণ এটিই প্রথম ভোট যেখানে সমস্ত ভোটার ভোট দিতে পারে"। এখানে বিধায়করা সাংসদরা ভোটার, কিন্তু ২০১৮ সাল থেকে ত্রিপুরায় অনুষ্ঠিত অন্যান্য নির্বাচনের কী হবে? কতজন ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল?"রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে ওনাকে জিজ্ঞেসা করা হলে মানিক সরকার বলেন, “পত্রিকা ও রিপোর্টের তথ্য অনুযায়ী একটা অনুমান আছে কিন্তু বাক্স খোলার আগে ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী ঘোষণা করা কি ঠিক হবে? আগে থেকে কিছু বলা নির্বুদ্ধিতা হবে।"