হরি ঘোষ, দুর্গাপুর : রাঢ়বঙ্গের অতি প্রাচীন কাঁকসার বামুনাড়া সংলগ্ন রাঢ়েশ্বর শিব মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল থেকেই উপচে পড়া ভিড়। শিবের মাথায় জল ঢালতে পশ্চিম বর্ধমান জেলার দুই প্রান্তের দুই নদ দামোদর এবং অজয় থেকে বাঁকে করে জল নিয়ে এসেছেন ভক্তরা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলার বাইরে থেকেও মানুষজন আসছেন পুজো দিতে। কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে মন্দির চত্বরে।