নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার বিজেপি বিধায়কদের হোটেলবন্দি করা নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল। ট্যুইটে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।