নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ১৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। রামনাথ কোবিন্দের মেয়াদ শেষের পর নতুন রাষ্ট্রপতি পেতে চলেছে ভারত।
এদিকে বিরোধী দলের যৌথ রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা ভোটারদের আবেদন করেছেন, বিবেকের কথা শুনে তাকে ভোট দেওয়ার জন্য।এর আগে রবিবার তিনি প্রতিদ্বন্দ্বী এনডিএ মনোনীত দ্রৌপদী মূর্মূর উপর তীব্র আক্রমণ করেছিলেন। বলেছিলে ,যে নির্বাচিত হলে তিনি একজন "নীরব, নম্র এবং রাবার-স্ট্যাম্প রাষ্ট্রপতি" হয়ে উঠবেন।