নিজস্ব সংবাদদাতাঃ সোমবার থেকে ভারতে শুরু হবে বর্ষাকালীন অধিবেশন। ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে দিয়ে বর্ষা অধিবেশন শুরু হবে সংসদে। অধিবেশনে মোট ২৪ টি বিল পেশ করা হতে পারে।
যার মধ্যে রয়েছে কেন্দ্রের ‘প্রেস রেজিস্ট্রেশন পিরিয়ডিকাল বিল,২০২২’। যদিও বিরোধীরা অগ্নিপথ প্রকল্প সহ ১৬ টি বিষয় তালিকাভুক্ত করেছে। আজ সকাল ১১ টা থেকে অধীবেশন শুরু হবে।