মৃতপ্রায় লেক বাঁচাতে ইরানে বিক্ষোভ, গ্রেফতার

author-image
Harmeet
New Update
মৃতপ্রায় লেক বাঁচাতে ইরানে বিক্ষোভ, গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ একসময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ পানির লেকটি প্রায় হারিয়ে যেতে বসেছে। লেকটি বাঁচাতে শুরু হওয়া বিক্ষোভ থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ। ইরানের অভ্যন্তরীণ পর্যটন অবকাশের মূল কেন্দ্র ছিল লেক উরমিয়া। তীব্র খরা, কৃষি আর বাঁধ নির্মাণের কারণে ১৯৯৫ সাল থেকে এটি সঙ্কুচিত হতে শুরু করে। এখনকার সময়ে হোটেল আর নৌকাগুলো পরিত্যক্ত পড়ে রয়েছে। আর পানি কোথাও চোখেই পড়ে না। দুর্গম উত্তর-পশ্চিমে অবস্থিত লেকটি হারিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে দায়ী করছে স্থানীয়রা। আঞ্চলিক রাজধানী শহরটির নামও রাখা হয়েছে লেকটির নামে। শনিবার উরমিয়া শহরে বিক্ষোভ করে বেশ কয়েক জন মানুষ। তারা স্লোগান তোলে ‘লেক উরমিয়া মরছে, পার্লামেন্ট এটি খুনের নির্দেশ দিচ্ছে’। আঞ্চলিক পুলিশ প্রধান বিক্ষোভকারীদের শত্রু আখ্যা দিয়ে বলেছেন, তাদের উদ্দেশ্য জননিরাপত্তায় বিঘ্ন ঘটানো। তুরস্কের সীমান্তের কাছে উরমিয়া লেকে একসময় ভিড় করতো ইরানি পর্যটকেরা। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর খনিজ সমৃদ্ধ কাদার বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে যেতেন তারা। তবে গত সপ্তাহে আঞ্চলিক গভর্নর স্বীকার করেন সরকারের পদক্ষেপে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি আর উরমিয়া লেক বাঁচানো না গেলে পরিবেশগত যে ক্ষতি হবে তা অপূরণীয়।