খাশোগি হত্যার আলোচনা নিয়ে সৌদি বক্তব্যে দ্বিমত বাইডেনের

author-image
Harmeet
New Update
খাশোগি হত্যার আলোচনা নিয়ে সৌদি বক্তব্যে দ্বিমত বাইডেনের

নিজস্ব সংবাদদাতাঃ সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার বিষয়ে সৌদি আরবের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৮ সালের এই হত্যাকাণ্ডটি দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব বিস্তার করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে। একসময় সৌদি রাজ পরিবার ঘনিষ্ঠ হলেও পরে সমালোচকে পরিণত হওয়া খাশোগি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক মার্কিন অভিযোগ অস্বীকার করে আসছেন। মধ্যপ্রাচ্য সফর শেষে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুবরাজের সঙ্গে আলোচনা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন বাইডেন। সৌদি মন্ত্রী বলেছেন, আলোচনায় খাশোগি হত্যায় যুবরাজকে বাইডেন দায়ী করেছেন এমন কিছু তিনি শুনেননি। সৌদি মন্ত্রী আলোচনা নিয়ে সত্য বলছেন কিনা জানতে চাইলে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘না’। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাইডেনকে যুবরাজ বলেছেন খাশোগি হত্যার মতো ভুল যাতে না হয় সেজন্য পদক্ষেপ নিয়েছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রও ভুল করেছে।