রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দিল্লিতে পৌঁছেছেন শিশির অধিকারী

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দিল্লিতে পৌঁছেছেন শিশির অধিকারী

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন অসুস্থতার কারনে দিল্লী মুখো হননি তৃণমূল সাংসদ শিশির অধিকারী। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনে অংশ নিতে দিল্লি উড়ে গেলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। রবিবার দুপুরেই কাঁথির শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন পিতা-পুত্র। তারপর কলকাতা থেকে দিল্লির বিমান ধরেছেন তাঁরা। শিশির এবং দিব্যেন্দু দুজনই তৃণমূলের সাংসদ। তবে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু না বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেবেন তা খলসা করে জানাননি কাঁথির বর্ষীয়ান রাজনীতিক। তবে রাষ্ট্রপতি ভোট নিয়ে তৃণমূলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শিশির অধিকারী বলেছেন, “কলকাতাতেও ভোটে অংশ নিতে পারতাম। কিন্তু তৃণমূল শিবির থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। কিছুই জানায়নি। তাই নিজের উদ্যোগেই আমি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দিল্লি এসেছি।“ তবে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী নাকি তৃণমূল-সহ বিরোধী প্রার্থীকে ভোট দেবেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি। এনিয়ে শান্তিকুঞ্জের সবথেকে প্রবীণ রাজনীতিক বলেছেন, “ভোট দেওয়াটা সম্পূর্ণ গোপনীয় বিষয়। আমি কাকে ভোট দেব তা প্রকাশ্যে বলা যাবে না।” ভোট দেওয়ার পাশাপাশি দিল্লির এমসে ডাক্তার দেখাবেন বলেও জানিয়েছেন তিনি।