জোয়ারের সময় গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ চুঁচুড়ার দুই তরুণ

author-image
Harmeet
New Update
জোয়ারের সময় গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ চুঁচুড়ার দুই তরুণ

নিজস্ব সংবাদদাতাঃ  গঙ্গায় স্নান করতে নেমে জোয়ারের জলে ভেসে গেলেন দুই তরুণ। রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়ায়। তারপর থেকেই দুই তরুণের খোঁজ তল্লাশি চালিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু এখনও অবধি তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছে, নিখোঁজ দুই তরুণের বাড়ি চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের মতিবাগান এলাকায়। তাঁদের নাম আকাশ সাহা ও শুভ মাল। সুমিত রাজবংশী, বিজয় সরকার, জয় সরকার, বাবাই দে, শুভ মাল এবং আকাশ সাহা। প্রত্যেকেরই বয়স ১৮ বা ১৯ বছর। এই ছয় বন্ধু স্নান করতে গিয়েছিলেন গঙ্গার ঘাটে। রবিবার দুপুর তিনটে নাগাদ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে স্নান করতে যান তাঁরা। সেই সময়ে জোয়ার আসে গঙ্গায়। জোয়ারের জলের স্রোতে সকলেই ভেসে যান। চার জনকে কোনও ভাবে উদ্ধার করা গেলেও আকাশ ও শুভ জলে তলিয়ে যান। পুলিশ সূত্রে জানা দিয়েছে, এদের প্রত্যেকেরই বাড়ি চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের মতিবাগান এলাকায়। নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি শুরু হয়। নামানো হয় বোট। চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী জানিয়েছেন ত্রিবেণী পর্যন্ত বিপর্যয় মোবাবিলা বাহিনী বোট নিয়ে তল্লাশি চালিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ দুজনের খোঁজ পাওয়া যায়নি।